হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে গ্ল্যান্ড কার্সিনোমা থেকে মুক্তি লাভ।
রোগীর নামঃ মোঃ শহিদুল ইসলাম
বয়সঃ ৫৫ বছর
ঠিকানাঃ মুলাদি, বরিশাল
মোবাইল নাম্বারঃ 01761944729
গত ০৩/০৭/২০২১ ইং তারিখে প্যারোটিড গ্ল্যান্ড কার্সিনোমা (Right Parotid Gland Carcinoma) নিয়ে চিকিৎসার জন্যে চেম্বারে আসেন। আমার কাছে চিকিৎসার জন্য আসার পূর্বে গ্ল্যান্ড টিউমারের অপারেশন করার পরেও পরবর্তীতে পুনরায় ছোট ছোট টিউমার সৃষ্টি হয়। পরবর্তীতে আর অপারেশনে না গিয়ে আমার এক রোগী মারফত আমার কাছে চিকিৎসা নিতে আসে। রোগী চিকিৎসা নিতে আসলে রোগীর বিভিন্ন শারীরিক লক্ষণ যেমন মাথার ডানপাশে ব্যথা , অসাড়তা ও অস্থিরতাভাব, দুই পায়ের পাতায় কর্ন এর সমস্যা, শীতকাতরতা, নিদ্রাহীনতাসহ আরও কিছু শারীরিক ও মানসিক লক্ষণের উপর নির্ভর করে ১৫ দিন করে মেডিসিন দেওয়া হয়। ১৫ দিন করে প্রায় ৯ বারের ওষুধে রোগী বর্তমানে প্রায় সুস্থাবস্থায় জীবনযাপন করছেন। ক্যান্সার সম্পর্কিত লক্ষণগুলো নেই। ছোট ছোট টিউমারগুলো ভালো হয়ে গেছে। বর্তমানে তার পায়ের কর্নের চিকিৎসা চলছে। লক্ষণ অনুসারে বিভিন্ন ফলোআপে রোগীকে Psorinum, Acid Nit, Conium Mac, Anacardium, Phytolacca, Carcinosin, Belledonna সহ আনুসঙ্গিক কিছু মেডিসিন সাজেস্ট করা হয়েছিল।
—————————————————-
হোমিওপ্যাথি একটি সম্পূর্ণ লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। রোগের নামে নয়, রোগসহ রোগীর শারীরিক ও মানসিক লক্ষণগুলো নিয়ে সঠিক মাত্রা ও ডোজে ওষুধ প্রয়োগ করা হলে ক্যান্সারসহ যে কোন জটিল রোগ থেকে আরোগ্য সম্ভব। তাই লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ও স্থায়ীভাবে আরোগ্য লাভ করুন।
Sorry, the comment form is closed at this time.