হোমিওপ্যাথি চিকিৎসায় ক্যান্সার থেকে মুক্তি
রোগীর নামঃ আমেনা বেগম
বয়সঃ ৬০ বছর
ঠিকানাঃ জাজিরা, শরিয়তপুর
মোবাইল- 01919412279
গত ০৭/০৯/২০২২ ইং তারিখে বাক্কাল কার্সিনোমা (Buccal Carcinoma) নিয়ে আমার চেম্বারে আসেন। এর পূর্বেও তার বাক্কাল ক্যাভিটিতে টিউমার অপারেশন করা হয়েছিল। কিন্তু অপারেশনের পরেও পুনরায় টিউমার হয়ে সেখান থেকে ক্যান্সারে রুপ লাভ করে। পরবর্তীতে অপারেশন বা থেরাপীতে না গিয়ে আমার অন্য এক রোগী মারফত আমার কাছে চিকিৎসা নিতে আসে।
রোগী আমার কাছে আসলে রোগীর অন্যান্য শারীরিক লক্ষণ যেমন বাক্কাল ক্যাভিটিতে জ্বালাপোড়া ও টিউমার অংশ দিয়ে রক্তপুঁজ বের হওয়া, মুখ হা করতে প্রচন্ড ব্যথা হওয়া, বাম স্ক্যাপুলার নিচে প্রচন্ড ব্যথা, সবসমসয় জ্বরজ্বর অনুভূতি, মুখে ও গলায় পিপড়া হাটার মত অনুভুতি, ক্ষুধামন্দা, হাত পাএর জ্বালাপোড়াসহ আরও কিছু শারীরিক ও মানসিক লক্ষণগুলো নিয়ে ১৫ দিনের মেডিসিন সাজেস্ট করি। পরবর্তী ফলোআপে ২১/৯/২২ ইং তারিখে রোগী আসলে দেখা গেল রোগীর ইনফেকশন (রক্তপুঁজ) অনেকটা কমে গেছে এবং ব্যথা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে সবচেয়ে আমূল যে পরিবর্তন এসেছে সেটা হলো রোগীর খাবারের প্রতি আসক্তি বেড়েছে এবং রোগীর মধ্যে এক ধরনের উৎফুল্লতা কাজ করছে। পুনরায় রোগীর বর্তমান লক্ষণগুলো নিয়ে মেডিসিন দেওয়া হয়।
লক্ষণ অনুসারে রোগীকে বিভিন্ন ফলোআপে Conium Mac, Cal Carb, Carcinosin, Ruta Grav, Carbo Ani মেডিসিন সাজেস্ট করা হয়েছে।মাত্র ৬ ফলোআপে ৯০দিনের মধ্যে রোগী বর্তমানে সম্পূর্ণ সুস্থাবস্থায় জীবনযাপন করছেন।
হোমিওপ্যাথি একটি সম্পূর্ণ লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। তাই যে কোন শারীরিক ও মানসিক রোগীর সু-চিকিৎসা করা সম্ভব। তাই লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ও স্থায়ীভাবে আরোগ্য লাভ করুন।
[vc_empty_space height="10px"]
For any kinds of physical problem contact with us or visit at our chamber.
[vc_empty_space height="15px"]
+8801816566944
Sorry, the comment form is closed at this time.