February 13, 2020
জরায়ু নির্দিষ্টস্থানে অবস্থানের ব্যতিক্রম জনিত ব্যাধি সমূহ ও হোমিওপ্যাথিক চিকিৎসা
সাধারণত দুর্বলতা, অপারেশন, ডেলিভারীর সময় অত্যধিক চাপ পড়া ইত্যাদি কারণে নারীদের জরায়ুস্থানের বিচ্যুটি দেখা দেয়। তারপর দেখা যায়, কারো জরায়ু সারাক্ষণই বেরিয়ে থাকে আবার কারোটা পায়খানার সময় কোথানি দিলে বেরিয়ে পড়ে। তারপর ঠেলে ঠেলে ভেতরে ঢুকাতে হয়। মোটকথা এটা নারীদের জন্য একটা বিরাট বিরক্তিকর রোগ। এলোপ্যাথিক ডাক্তাররা প্রথমে এই রোগ সারানোর জন্য ঠেস (pessaries) দেওয়ার ব্যবস্থা করেন। এই ঠেস দেওয়াতে আসলে এই রোগ আরোগ্য হয় না এবং সম্ভাবনাও খুব কম থাকে। ফলে তাদের শেষ সম্বল হলো অপারেশান/জরায়ু কেটে ফেলে দেওয়া।কিন্তু জরায়ু কেটে ফেলে দেওয়াতে বিভিন্ন ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। অথচ হোমিওপ্যাথিতে কোন প্রকার ঠেস ছাড়া এবং অপারেশান ছাড়াই শুধুমাত্র ঔষধেই এই রোগ সারানো যায়। জরায়ুর স্থানচ্যুতি সাধারনত দুই প্রকারের...