সহযোগী অধ্যাপক ডাঃ মােঃ শফিকুল আলম । তিনি ৩১ ডিসেম্বর ১৯৬২ সালে, চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন গােয়াবাড়ী চাঁদপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কানসাট বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং কানসাট সােলাইমান ডিগ্রী কলেজ থেকে এইচ এস সি বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে উত্তীর্ন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে বাংলাদেশ হােমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকেদেশের সর্ব প্রথম পেশাগত গ্রাজুয়েট ডিগ্রী (বি এইচ এম এস ১৯৮৬ সনের ব্যাচ) লাভ করেন। পরবর্তীতে ভারতের ওপেন ইউনিভার্সিটি থেকে তিনি এম ডি এবং পি-এইচ ডি ডিগ্রী লাভ করেন।
এরপর প্রথমত তিনি ১৯৮৬ সালে ঢাকা শহরের প্রানকেন্দ্র জয়কালি মন্দির (ওয়ারীতে) “যুগান্তর হােমিও হল” নামক একটি হােমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি প্রায় ১৮ বছর অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে বিভিন্ন জটিল রােগীর চিকিৎসা করেছেন। আরাে উন্নত মানসম্মত সেবা প্রদানের লক্ষে ২০০৫ সালে তিনি ৭০/বি, পূর্ব পান্থপথ এ “আল-সাবা হােমিও ফার্মেসী” নামে একটি শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক হােমিও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করেন।
Sorry, the comment form is closed at this time.