logo
For any kinds of physical problem contact with us or visit at our chamber.
+8801816566944
info@drsofiqul.com
70/B, East Panthpath, Dhaka
Instagram Feed
Site Statistics
Search
Best Homeopathic Doctor Near me

সহযোগী অধ্যাপক

ডাঃ মোঃ শফিকুল আলম

সহযোগী অধ্যাপক ডাঃ মােঃ শফিকুল আলম । তিনি ৩১ ডিসেম্বর ১৯৬২ সালে,  চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন গােয়াবাড়ী চাঁদপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কানসাট বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং কানসাট সােলাইমান ডিগ্রী কলেজ থেকে এইচ এস সি বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে উত্তীর্ন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে বাংলাদেশ হােমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকেদেশের সর্ব প্রথম পেশাগত গ্রাজুয়েট ডিগ্রী (বি এইচ এম এস ১৯৮৬ সনের ব্যাচ) লাভ করেন। পরবর্তীতে ভারতের ওপেন ইউনিভার্সিটি থেকে তিনি এম ডি এবং পি-এইচ ডি ডিগ্রী লাভ করেন।

এরপর প্রথমত তিনি ১৯৮৬ সালে ঢাকা শহরের প্রানকেন্দ্র জয়কালি মন্দির (ওয়ারীতে) “যুগান্তর হােমিও হল” নামক একটি হােমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি প্রায় ১৮ বছর অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে বিভিন্ন জটিল রােগীর চিকিৎসা করেছেন। আরাে উন্নত মানসম্মত সেবা প্রদানের লক্ষে ২০০৫ সালে তিনি ৭০/বি, পূর্ব পান্থপথ এ “আল-সাবা হােমিও ফার্মেসী” নামে একটি শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক হােমিও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করেন।

তিনি ১৯৯৩ সাল হতে গাজীপুর হােমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠালগ্ন থেকে ১৯৯৯ সাল পর্যন্ত অধ্যাপনা করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশের একমাত্র সরকারি হােমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর-১৪, ঢাকা -১২০৬ এ যােগদান করেন।

বর্তমানে তিনি দক্ষতার সাথে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর-১৪, ঢাকা-১২০৬ এর “ফার্মেসী বিভাগ” এর সহকারী অধ্যাপক  ও বিভাগীয় প্রধান এবং পরবর্তীতে “মেটেরিয়া মেডিকা” বিভাগের ‍সহযোগী অধ্যাপক এবং অত্র হাসপাতালের “পুরুষ ওয়ার্ড” এর বিভাগীয় ইনচার্জ এর দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি বেশকিছুদিন ‍সরকারি হােমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ-কাম-অধীক্ষক এর দায়িত্ব পালন করেছেন।

তিনি সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বল্পমূল্যে/বিনামূল্যে চিকিৎসার জন্য ২০১১ সালে “শফিকুল আলম হেলথ ফাউন্ডেশন (সাফ)” প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশের আধুনিক হােমিওপ্যাথিক ঔষধ কোম্পানি “ডীপলেড ফার্মাকো লিঃ” এর প্রতিষ্ঠালগ্ন থেকে প্রধান উপদেষ্টা ও প্রধান চিকিৎসক হিসেবে নিয়ােজিত আছেন। তিনি বাংলাদেশের একমাত্র তথ্যবহুল প্রাচীনতম স্বাস্থ্য সাময়িকী “আপনার স্বাস্থ্য” এ উপদেষ্টা হিসেবে নিয়ােজিত আছেন। তিনি ২০১৪ সাল হতে “ওয়ার্ল্ড ফেডারেশন অব হােমিওপ্যাথি” (বাংলাদেশ চ্যাপ্টার) এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক বিশেষ করে ক্যান্সার, হেপাটাইটিস (HBs Ag+) , কিডনী রােগের উপর বিভিন্ন প্রবন্ধ লিখে আসছেন। তিনি “বিটিভিতে ২০০০ সাল হতে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান “উদ্ভিদ ও জীবন” প্রােগ্রামে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে থাকেন।।

তিনি হােমিওপ্যাথিতে বিভিন্ন চিকিৎসায় বিশেষ করে ক্যান্সার, লিভার ও কিডনী চিকিৎসায় বিশেষ অবদানের জন্য ২০০৮ সাল থেকে একাধিকবার এ্যাওয়ার্ড/স্বর্ণ পদক লাইফ টাইম অ্যাচিভমেন্ট প্রাপ্ত হন।

সম্প্রতি তিনি ওয়ার্ল্ড ফেডারেশন অব হােমিও প্যাথিক কোলকাতা, ভারত কর্তৃক প্রদত্ত “হােমিও রত্ন ২০১৪”এ ভূষিত হন।

আপনি কি কি রােগের সেবা পাবেনঃ

ক্যান্সার, লিভার, হেপাটাইটিস (HbsAg+),  কিডনী রােগ, টিউমার (বিনাইন/ম্যালিগন্যান্ট), বাতব্যাথা, চর্ম, সেক্স/যৌন রােগ

অর্শ্ব (পাইলস), ফিষ্টুলা, এনাল ফিসার,  ব্রেস্ট ক্যান্সার,  ফ্যাটি লিভার, প্রােস্টেট এনলার্জমেন্ট

এছাড়াও- জন্ডিস, কিডনী পাথর, ক্রিয়েটিনিন হাই, আঁচিল, সােরিয়াসিস, লিভার সিরােসিস, হাঁপানি, এলার্জি, ব্লাড প্রেশার, বাত ও বাতব্যাথা, বাতজ্বর, প্যারালাইসিস, গ্যাস্ট্রিক, আলসার, গ্যাস্ট্রাইটিস, সাইনােসাইটিস, টনসিলাইটিস, বিছানায় প্রস্রাব করা, হাইড্রোসিল, হার্নিয়া, মেয়েদের ব্রেস্ট পরিপূর্ণ না হওয়া, জরায়ুর টিউমার, ব্রেস্ট টিউমার, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, আমাশয়, বাচ্চা না হওয়া (বন্ধ্যাত্ব) শারিরীক দুর্বলতা, স্বাস্থ্যহীনতা, অতিরিক্ত মাসিক স্রাব, অতিরিক্ত সাদা স্রাব, স্বপ্নদোষ, মৃগীরােগ, তােতলামি ইত্যাদি।

“হােমিওপ্যাথিতে রােগের নয় রােগীর চিকিৎসা করা হয়,

তাই নারী-পুরুষের সকল রােগের ‍সু-চিকিৎসা করা যায়।”

Patient's

Testimonials

When we see someone getting better we feel happy. Patients’s happy face give us the inspiration and satisfaction.

“Felt that I got the best possible treatment and owe my life to the Doctor and Staff! I might not be alive if Doctor didn’t listen and insist, I follow his diagnosis and recommended treatment! Very caring and concerned!”

m
Abdullah Abu Sayed
Patient

“I have gone to Dr. Sofiqul Alam for a couple years and have always been very satisfied with the care and attention that I have received.”

Tania Sultana
Patient

“I was truly impressed with your nice facility and the caring staff and friendly can do attitude and smiles. The TV Monitor with the DVD playing beautiful relaxing nature scenes was the best I have ever seen..”

a
Salma Akter
Patient

“This was the best team of medical staff I have been around in a long time. I would love to have them around if I ever get sick again.”

Masud Bhuiyan
Patient

“I really appreciate your weekend hours… hours when our regular doctors won’t talk to us or see us, unless we’re in the hospital. Good for you, keep up the good work.”

Bithe Rani Dey
Patient

“I have always been able to talk to the doctor and get my problems resolved. Coming here is like dealing with trusted family. Would not consider changing doctors.”

m
Mohammad Wasim
Patient

“My experience with Doctors Care was beyond my belief. My wait time in both the waiting room and the exam room was short, especially for not having scheduled an appointment! Not to mention how great the service was. The staff provided excellent professional and courteous care.”

Md. Sazzad Hossain
Patient

“They always treat me with tender loving care. Because they really do care”

k
Sufia Maya
Patient

I signed in online… I was notified for my appointment and I got the service on time. I really like signing in online. Thanks

Marina Akter
Patient

Sorry, the comment form is closed at this time.